ঢাকা, সোমবার   ০৮ জুলাই ২০২৪

কিশোরী ধর্ষণ মামলার আসামি শাহিন আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ৫ জুলাই ২০২৪ | আপডেট: ১৪:৫২, ৫ জুলাই ২০২৪

রাজধানীর আদাবরে ১৪ বছরের কিশোরী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শাহিনকে  মোহাম্মদপুর  থেকে গ্রেফতার করেছে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ২০ মিনিটের সময় রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় সাঁড়াশি  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

শুক্রবার সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এসব তথ্য জানান। 

তিনি জানান, আটক আসামির নাম  মোঃ শাহিন (৩০)। ভোলা জেলার ভোলা সদর থানার  মোঃ ছিদ্দিকের পুত্র। কিশোরী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী তিনি।  ঘটনার পর থেকে  ৪ বছর পলাতক ছিল সে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম ও তার পরিবার মিলে রাজধানীর আদাবর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। ঘটনার দিন ২০১৯ সালের ২৯ অক্টোবর  রাত আনুমানিক সাড়ে ১১টায় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য টয়লেটে গেলে আগে থেকে উৎপেতে থাকা আসামি মোঃ শাহিন তার মূখ চেপে ধরে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ওই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে আদাবর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডিএমপি আদাবর থানার মামলায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

সূত্র আরো জানান, ওই মামলায় গ্রেফতারকৃত আসামি ১০ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন। পরবর্তীতে আসামি পলাতক থাকা অবস্থায় বিজ্ঞ আদালত বিচারকার্য শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। 

তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি